স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই লিড নিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম ওডিআইতে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। ব্যাট হাতে তিন তারকাকে ছাপিয়ে বল হাতে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন নাসিম শাহ।
সফরকারী নিউজিল্যান্ড আগে ব্যাট করে ২৫৫ রান তুলে। জবাবে খেলতে নামা পাকিস্তান ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
২৫৬ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তানকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি কিউ বোলাররা। তিন তারকার হাফ সেঞ্চুরিতে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় দলটি। সর্বোচ্চ ৭৭ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। ছয় চার ও এক ছক্কায় সাজান ৮৬ বলের ইনিংসটি।
পাকিস্তানের ওপেনার ফখর জামানও অর্ধশতক হাঁকান। সাত চারে ৭৪ বলে ৫৬ রান করেন তিনি। অধিনায়ক বাবর আজম ৬৬ রান করেন। ৮২ বলের ইনিংসটি সাজিয়েছেন পাঁচটি চার ও একটি ছক্কায়। এছাড়াও ৩২ রান করেন হারিস সোহেল।
নিউজিল্যান্ডের হয়ে মিচেল ব্রেসওয়েল ২টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নাসিম শাহ ও উসমান মিরদের বোলিং তোপে ৯ উইকেটে ২৫৫ রান তুলতে সমর্থ হয়। ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় মাঝারি সংগ্রহ পায় দলটি। সর্বোচ্চ ৪৩ রান করেন মিচেল ব্রেসওয়েল। চার চার ও এক ছক্কায় ৪২ বলে সাজান নিজের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন টম লাথাম। তিন চারের ইনিংসে খেলেছেন ৫২ বল।
কিউ ব্যাটার গ্রিন ফিলিস করেন ৩৭ রান। ৩৬ রান আসে ডেরিল মিচেলের ব্যাট থেকে। ২৯ রান করেন ওপেনার ফিন অ্যালিন। ২৬ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়াও ২১ রান করেন মিচেল স্যান্টনার।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ ৫টি ও উসামা মির ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post