স্পোর্টস ডেস্ক:: একাদশে অধিনায়ক নিজেই নেই। নিজের ফর্মহীতনতায় অন্যকে সুযোগ দিতে অধিনায়ক রোহিত শর্মা সিডনি টেস্টে নিজেকে সরিয়ে নিয়েছেন। সুযোগ করে দিয়েছেন শুবমান গিলকে। সাদা পোশাকে চেনা রূপে নেই রোহিত। বেশ কয়েক দিন থেকে ফর্মহীনতায় ভুগছেন তিনি।
সিরিজের শেষ টেস্টে টস করেছেন জাসপ্রিত বুমরাহ। তিনি প্রথম টেস্টেও টস করেছিলেন। কারণ পারিবারিক কারণে রােহিত শর্মা দেরি করে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। ফলে সিরিজের প্রথম টেস্টে তিনি খেলেননি। তবে আজ সিডনিতে সিরিজের শেষ টেস্টে টসের সময় রোহিত ড্রেসিংরুমেই ছিলেন।
অধিনায়ক বুমরাহ টসের সময় জানিয়েছেন, অধিনায়ক নিজেই নিজেকে একাদশ থেকে সরিয়েছেন। বিশ্রামের কথা বলতে গিয়ে বুমরা যোগ করেছেন, ‘আমাদের অধিনায়ক তাঁর নেতৃত্ব (গুণ) দেখিয়েছে।’
বুমরাহ নেতৃত্বগুণ বলতে অফ ফর্মের কারণে রোহিতের নিজেকে সরিয়ে নেওয়াকেই বলছেন। টানা ফর্মহীনতায় থাকা রোহিত শেষ টেস্টে নিজে না খেলিয়ে জায়গা করে দিয়েছেন শুবমান গিলকে। ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা চলতি বোর্ডার–গাভাস্কার ট্রফির তিন টেস্টে ৫ ইনিংস ব্যাট করেছেন। রান করছেন যথাক্রমে ৩, ৬, ১০, ৩ ও ৯ রানে।
শেষ টেস্টে নিজেকে সরিয়ে নিয়ে নিজের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেললেন তিনি। কারণ অস্ট্রেলিয়া সফরে ভারতের আর কোনো ম্যাচ নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করতে না পারলে সামনে ভারতের কোনো টেস্টই নেই। আবার টেস্টে নামব ভারতীয়রা ৬ মাস, চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে। সেক্ষেত্রে ভারতীয় নির্বাচকেরা তাকে বিবেচনা করবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন।
সিডনি টেস্টে আগে ব্যাট করতে নামা ভারত ব্যাটিংয়ে সুবিধা করতে পারনি। মাত্র ১৮৫ রানে গুটিয়ে গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০