নিজস্ব প্রতিবেদকঃ ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কমলাপুরে যোগ করা সময়ের গোলে স্বাগতিকরা জেতে ১-০ ব্যবধানে। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। ভারতের ৩। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার ভুটানের বিপক্ষে। ভারতের প্রতিপক্ষ নেপাল।
শেষ বাঁশি বাজতেই আনন্দে আত্মহারা বাংলাদেশের মেয়েরা। কয়েকজন চক্কর দিলেন পুরো মাঠ। ভারতকে হারানোর আনন্দই যে আলাদা। তবে গ্রুপ ম্যাচে ভারতকে হারিয়ে এত আনন্দ করার কিছু দেখছেন না বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উদ্যাপনটা আমি থামানোর চেষ্টা করেছি। এত উদ্যাপনের কী আছে। এটা তো গ্রুপ ম্যাচ। ফাইনাল বাকি আছে। ফাইনাল জিতলেই আসলে বেশি খুশি হব।’
সাইফুল বারী আরও বলেন, ‘ভারতকে হারানো অবশ্যই বিশেষ কিছু। সেটা ফুটবল, ক্রিকেটসহ অনেক খেলাতেই। ভারত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ (স্বাগতিক) খেলেছে, তাদের দল অবশ্যই ভালো। এমন দলের বিপক্ষে জেতা অবশ্যই দারুণ বিষয়। খেলা শুরুর আগে খেলোয়াড়দের বলেছি, ‘অনেকে অনেক কিছু বলবে, আমার প্রতি বিশ্বাস রাখো তোমরা ভারতকে হারাতে পারো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post