স্পোর্টস ডেস্কঃ এফএ কাপ ফাইনালে অ্যান্তেনিও মার্শিয়ালকে পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চোটের কারণে ছিটকে গেছেন এই ইউনাইটেড ফরোয়ার্ড। আগামী শনিবার এফএ কাপের ফাইনাল। বিবৃতিতে ইউনাইটেড জানায়, পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় ফাইনালে খেলতে পারবেন না মার্শিয়াল।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে চোট পান মার্শিয়াল। বিবৃতিরে ম্যান ইউ জানিয়েছে, ‘চোটের কারণে এফএ কাপের ফাইনালে খেলতে পারবেন না মার্শিয়াল। ওল্ড ট্রাফোর্ডে ফুলহামের বিপক্ষে ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। পরীক্ষার পর জানা গেছে, তাঁর পেশি ছিঁড়ে গেছে, তাই ওয়েম্বলিতে ২৭ বছর বয়সী এই ফুটবলার খেলতে পারবেন না।’
আগামী শনিবারের ফাইনালে সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। এই ম্যাচ জিততে পারলে মৌসুমের দ্বিতীয় শিরোপার স্বাদ পাবে এরিক টেন হাগের দল। গত ফেব্রুয়ারিতে তারা জিতে নিয়েছে লিগ কাপ। এফএ কাপ জিততে পারলে সিটির ট্রেবল জয়ের আশাও ভেঙে দিতে পারবে তারা। যদিও দুর্দান্ত ছন্দে আছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ জেতা দলটি নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post