স্পোর্টস ডেস্কঃ বৃষ্টি বাঁধার মুখে পড়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার। গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে সাড়ে ৭টায় হওয়ার কথা ছিল টস।
তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তীব্র ঝড় আর বৃষ্টিতে সেই টস হতে বেশ দেরী। যদিও শেষ পর্যন্ত হয়েছে টস। নির্ধারিত সময়ের চেয়ে ৪৫ মিনিট দেরীতে হওয়া টসে জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করতে নামছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স।
একাদশে দুই পরিবর্তন এনেছে গুজরাট। বাদ পড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ও নলকান্দে। বিপরীতে একাদশে ফিরেছেন আইরিশ পেসার জশ লিটল ও সাই সুদর্শন। এর মধ্যে গুজরাটের বোলিং ইনিংসে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলবেন লিটল।
অপরদিকে মুম্বাইয়ের একাদশে এক পরিবর্তন মুম্বাইয়ের। কুমার কার্তিকেয়া একাদশে এসেছেন হৃত্তিক শোখেনের পরিবর্তে।
ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। এবার আরেক ফাইনালিস্টের অপেক্ষা। প্রথম কোয়ালিফায়ারে গুজরাট হেরেছে চেন্নাইয়ের কাছে। অপরদিকে এলিমিনেটরে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
দুই দলের কাছেই এটা বাঁচা-মরার লড়াই। যে জিতবে ফাইনালে যাবে, আর যারা হারবে তারাই বাড়ির পথ ধরবে। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। অপরদিকে মুম্বাই টুর্নামেন্টটির রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন। তাই হাড্ডহাড্ডি লড়াইয়ের আভাসই মিলছে।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পিযূষ চাওলা, জেসন বেহেরনডর্ফ, কুমার কার্তিকেয়া ও আকাশ মাধওয়াল।
গুজরাট টাইটান্স একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেভাটিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, নূর আহমেদ ও মোহিত শর্মা।
ইমপ্যাক্ট সাবঃ জশ লিটল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post