নিজস্ব প্রতিবেদক:: ফাইনালে যেতে হলে ম্যাচটি জিততে হবেই। এমন সমীকরণের ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার দল বড় পূঁজি পেয়েছে ব্যাটারদের ছোট ছোট ঝড়ে। শান্ত, মাশরাফী, লিন্ডে, পেরেরা, রায়ান বার্ল সকলেই ঝড়ো ইনিংস খেলেন। আগে ব্যাট করা সিলেট তাই ৭ উইকেটে ১৮২ রান তুলেছে।
টস হেরে ব্যাট করতে নামা সিলেট দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায়। শান্ত-হৃদয়ের উদ্বোধনী জুটিতেই তুলে নেয় ৬৫ রান। ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে শান্ত মেহদী হাসানের এলবিডাব্লিউ’র ফাঁদে পড়লে ভাঙে উদ্বোধনী জুটি। পাঁচ চার ও এক ছক্কায় ৩০ বলে ৪০ রান করে এই ওপেনার।
প্রথম উইকেট হারানোর পরই ব্যাট হাতে নেমে পড়েন অধিনায়ক মাশরাফী। দারুণ এক ঝড়ো ইনিংসও খেলেন তিনি। তিন চার ও এক ছক্কায় ১৬ বলে ২৮ রান করেন অধিনায়ক। ওপেনার হৃদয় দুই চার ও এক ছক্কায় ২৫ বলে ২৫ রান করেন। ১৩ বলে ১৬ রান করেন জাকির হাসান।
সিলেটের দুই বিদেশী থিসারা পেরেরা ও জর্জ লিন্ডে শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন। এক ছক্কায় ১৫ বলে ২১ রান করে শেষ ওভারে রানআউট হন পেরেরা। ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন লিন্ডে। দুই ছক্কা ও এক চারে সাজান নিজের ইনিংসটি।
রংপুরের হয়ে হাসান মাহমুদ ও দাসুন শানাকা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post