স্পোর্টস ডেস্কঃ সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ভারতের হয়ে চলতি বিশ্বকাপ দুঃসপ্নের মতো কাটছে এই তারকার। ব্যাট হাতে রান নেই। ভারতের সাবেক অধিনায়ক চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে নেমে ৭ ইনিংস খেলে ৭৫ রান করেছেন মাত্র। গড় ১০.৭১। গড়েছেন একটি লজ্জার রেকর্ডও। ওপেনিংয়ে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে কম গড়ের ব্যাটিং রেকর্ডের তালিকায় তিনে আছেন তিনি।
যদিও বাজে এই রেকর্ড থেকে নিজেকে পরিত্রান দেওয়ার সুযোগ পাচ্ছেন কোহলি। বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত। তাই সেই ম্যাচে বড় রান করলেই নিজেকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিতে পারবেন এই ডানহাতি ব্যাটার। তবে কোহলির এই ফর্ম সবার মনেই অবিশ্বাস তৈরি করেছে। কারণে গেল বছরের ওয়ানডে বিশ্বকাপ কিংবা কিছুদিন আগে হয়ে যাওয়া আইপিএলেও অনবদ্য ফর্ম দেখিয়েছেন।
বিশ্বকাপে অফ ফর্মে চলে যাওয়া কোহলি অবশ্য পাশে পাচ্ছেন টিম ম্যানেজম্যান্টকে। অধিনায়ক রোহিত শর্মা এবার আগলে রাখলেন এই তারকাকে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমি ফাইনাল শেষে জানিয়েছেন, হয়তো নিজের সেরাটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছেন কোহলি।
রোহিত বলেন, ‘আমরা তার মান জানি। ১৫ বছর ধরে খেললে ফর্ম আসলে কোনো সমস্যাই নয়। সে সম্ভবত ফাইনালের জন্য জমিয়ে রেখেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post