স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকার শুরুতেই আয়োজকদের সমালোচনা করেছিলেন আর্জেটিনার কোচ লিওনেল স্কালোনি। এবার শেষের সময় রীতিমতো ক্ষোভ ঝাড়লেন তিনি। টুর্নামেন্ট আয়োজকের স্বেচ্ছাচারিতা, নিম্নমানের মাঠ সব কিছু নিয়েই কথা বললনে ফাইনাল ম্যাচের আগের দিন।
কলম্বিয়ার বিপক্ষে কাল বাংলাদেশ সময় ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে কোচ স্কালোনির কণ্ঠে আয়োজন নিয়ে হতাশা। আগের দিন উরুগুয়ের কোচ মার্সেলো সমালোচনা করেছিলেন আয়োজকদের। এবার তার কন্ঠে সুর মেলালেন স্কালোনি।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে বিয়েলসার সঙ্গে সহমত পোষণ করে স্কালোনি বলেন, ‘আমি আগেই এই বিষয়ে সব পরিষ্কার করেছি এবং আমিই প্রথম কথা বলেছিলাম। কারণ, আমরা (টুর্নামেন্টের) প্রথম ম্যাচ খেলি। দ্বিতীয় সংবাদ সম্মেলনে আমি সবকিছু বলি। কারণ, কোনোকিছু ঠিক হওয়ার লক্ষণ দেখিনি। কোপা আমেরিকার ড্র হয়েছে গত বছরের ডিসেম্বরে। কিন্তু তারা কীভাবে টুর্নামেন্ট শুরুর চারদিন আগে সবকিছু ঠিক করতে মাঠে নামে?’
উরুগুয়ের কোচ বিয়েলসার সুরে সুর মিলিয়ে স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, এসব বিষয়ে আর কথা না বলাই ভালো। কারণ, এতে অনেকে বলবে আমরা অজুহাত দিচ্ছি। আমরা ইকুয়েডরের বিপক্ষে বাজে পিচে খেলেছি এবং এখনো খেলছি। তাই ভালো হয় এসব বিষয়ে আর কথা না বলা। কিন্তু এটা সত্যি, আমি বিয়েলসার সঙ্গে মাঠ নিয়ে পুরোপুরি একমত।’
শিরোপা জেতলে আর্জেন্টাইন ফুটবলে পরিবর্তন আসবে জানিয়ে কোচ আরো বলেন, ‘এটা ফাইনাল এবং দুই দলেরই সমান সুযোগ রয়েছে। আমরা মাঠে খেলেই জেতার চেষ্টা করবো এবং আমরা জানি, এটা আমাদের জন্য কতটা অর্থ বহন করে। আমাদের ফুটবল পরিবর্তন হয়ে যাবে না। কেউ একরকম পরিকল্পনা করে এসে অন্যভাবে খেলতে পারে। আমাদের কোনো ভুল করা চলবে না। আমাদের মাথায় পরিকল্পনা রয়েছে কীভাবে আগানো যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post