স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে ছন্দে নেই ইংল্যান্ড। একই অবস্থা শ্রীলঙ্কারও। দু’দল যেন নিজেদের ছায়া হয়ে আছে চলতি আসরে। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে এখন থেকে জয়ের কোনো বিকল্প নেই তাদের। প্রতিটি ম্যাচই এখন একেকটি ‘ফাইনাল’ তাদের জন্য।
বৃহস্পতিবার ব্যাঙ্গালোরেতে ইংল্যাশ-শ্রীলঙ্কা ম্যাচের টস পর্ব ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে তারা। মঈন আলী, ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন একাদশে সুযোগ পেয়েছেন।
অন্যদিকে আসরে দ্বিতীয় জয়ের খোঁজে শ্রীলঙ্কা একাদশে নিয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এছাড়া লাহিরু কুমারাও খেলছেন আজ। চলতি বিশ্বকাপে শেষ পাঁচ ম্যাচে লঙ্কানদের জয় আছে একটিতে। সাম্প্রতিক এই বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। সুপার ফোরের আশা বাচিয়ে রাখতে এ ম্যাচে জয় চাই-ই লঙ্কানদের।
বিশ্বকাপে অঘটনের শিকার হওয়া ইংল্যান্ড এবার ঘুরে দাঁড়াতে চায়। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে তাদের পারফর্মেন্স তেমনটা ভালো নয়, তবে ম্যাচটা ডু ওর ডাই হিসেবেই দেখছে ইংলিশরা। চোট কাটিয়ে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা ম্যাচেই ফিরেছিলেন বেন স্টোকস। যদিও প্রোটিয়াদের রানের পাহাড়ের চাপ সইতে পারেননি তিনিও। তবে আজ তাঁর দিকে তাকিয়ে থাকবে ইংলিশ সমর্থকরা।
শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
Discussion about this post