স্পোর্টস ডেস্ক:: বিপিএলে আলোচনায় ফিক্সিং কাণ্ড। গণমাধ্যমে সন্দেহভাজন ১০ ক্রিকেটারের নাম এসেছে। তাতে চিটাগাং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুনের নামও এসেছে। একটি গণমাধ্যম জানিয়েছে, এসব ক্রিকেটারদের বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকুস জেরাও করেছেন।
এমন খবরে বেশ চটেছেন চিটাগাং কিংসের অধিনায়ক মিথুন। জানিয়েছেন, এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার সম্মান নিয়ে কেউ খেলবে, সেটা তিনি মেনে নেবেন না। ফিক্সিং কাণ্ডে তার নাম গণমাধ্যমে আসার পর সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেছেন।
আইনী ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে মিথুন বলেন, “বাসে ওঠার পরে আমি নিউজটা দেখি, আপনি যদি প্রতিক্রিয়া জানতে চান আমার কিন্তু একবারও মন খারাপ হয়নি বা আমার ভেতরে কোনো শঙ্কা কাজ করেনি। কারণ আমি জানি আমি কী। আমার ভেতরে কী আছে আমার থেকে ভালো কেউ জানে না।”
সম্মান নিয়ে কাউকে কোনো ছাড় দেন না জানিয়ে মিথুন বলেন, “বিষয় হচ্ছে আমি জানি আমি কী, আমার পরিবার, বন্ধুরা জানে কিন্তু দুনিয়া জানে না আমি কী। আপনার একটা নিউজের কারণে কিন্তু আমার সম্মানহানি হচ্ছে। আমার যে ১৫ বছরের সম্মান, সেই সম্মানটা নষ্ট হচ্ছে। আপনি যদি একটা ভিউয়ের জন্যে নিউজ করেন, আপনি হয়ত ৫০ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু এটা আমার কাছে ৫০ কোটি টাকার থেকেও বেশি। আমার মানহানি মানে…কারণ এই বিষয়টাতে আমি কখনও ছাড় দিই না। আমার সম্মান নিয়ে কেউ খেলবে এটা নিয়ে আমি কোন ছাড় দিই না”
বিসিবি বিপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সাথে একজন করে আকসু প্রতিনিধি দিয়েছে। মিথুন জানিয়েছেন, তার দলের প্রতিনিধি তাকে কোনো সন্দেহ করছেন না। তাকে আইনী পথে যাওয়ার পরামর্শ দিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, “উনি (আকসু প্রতিনিধি) এসে আমাকে বলেছে ভাইয়া আমি খুব লজ্জিত অনুভব করছি। আপনি এটার বিরুদ্ধে অ্যাকশনে যান। ওনার যদি আমার প্রতি ওতটুকু বিশ্বাস না থাকত তাহলে উনি এ কথা বলতো না। আমার বিশ্বাস তো আমি জানি কী বিশ্বাস আছে। কিন্তু আমাদের দলের সঙ্গে যে প্রতিনিধি দেওয়া আছে ওনারও আমার প্রতি কতটুকু বিশ্বাস উনি নিজেই বলছে আপনার জন্য…আমি কিন্তু উনার কাছে যাইনি, উনি এসেছে আমার কাছে। আমি যদি অপরাধী হই বা আমার মাঝে যদি এমন কিছু উনি দেখে তাহলে অবশ্যই উনি এসে আমাকে এই কথা বলতো না।”
বিপিএলে পারিশ্রমিক কাণ্ডে আলোচনায় থাকা চিটাগাং
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০