স্পোর্টস ডেস্কঃ সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। শীর্ষে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এদিকে উন্নতি হয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের। নেদারল্যান্ডসকে এক ধাপ নিচে পাঠিয়ে ছয়ে উঠেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।
ফিলিস্তিনের বিপক্ষে মার্চের দুটি হারে ১১.৪৫ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ১৮৪ নম্বরে নেমেছে হাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশের পয়েন্ট ৯০৫.৩। এদিকে ১৮৫৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা। গত মাসে মেসিকে ছাড়াই খেলতে নেমে এল সালভাদরকে ৩-০ ও কোস্টা রিকাকে ৩-১ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
পঞ্চম স্থানে আছে ব্রাজিল। ইংল্যান্ডকে হারানোর পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৩-৩ গোলে ড্র করে স্পেনের বিপক্ষে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্প্যানিশরা ধরে রেখেছে অষ্টম স্থান। এদিকে সেরা দশে আছে ইতালি ও ক্রোয়েশিয়া। দুই নম্বরে আছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post