স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক পরই ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে জিম্বাবুয়ে দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ক্রেইগ আরভিনের নেতৃত্বে ১৫ সদস্যের দল দিয়েছে স্বাগতিকরা।
দলে ফিরেছেন তারকা ক্রিকেটাররা। যেখানে আছেন সিকান্দার রাজা, রায়ান বার্ল, শন উইলিয়ামস, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। এই পাঁচজনই সবশেষ উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন। এর মধ্যে রাজা ও বার্ল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন। আর উইলিয়ামস, চাতারা ও মুজারাবানি ইনজুরিতে ছিলেন।
আগামী ২১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। এরপর সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৫ মার্চ। এই তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।
নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দল
ক্রেইগ আরভিন (অধিনায়ক), গ্যারি ব্যালেন্স, রায়ান বার্ল, তেন্দাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নারাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post