স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারিয়েছে ইন্দোনেশিয়া। মূলত দেশটির এক কর্মকর্তা প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানানোয় এ সিদ্ধান্ত নেয় ফিফা। আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত দেশটির পর্যটন নগরী বালিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের বিশ্বকাপ। তবে দেশ বদলে এই বিশ্বকাপ আয়োজন হবে আর্জেন্টিনায়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ‘ঘোষণা করতে পেরে আনন্দিত যে এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়নরা ভবিষ্যতের সুপারস্টারদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছে।’
ফিফা প্রেসিডেন্ট জানান, ‘আমি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বিশেষ করে সংস্থাটির প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়াকে ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে সরকারি কর্তৃপক্ষকেও, এত অল্প সময়ের নোটিশে এই দুর্দান্ত টুর্নামেন্টটি আয়োজন করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য।’
এর আগে ইন্দোনেশিয়াকে বিশ্বকাপ আয়োজক হিসেবে বাতিল ঘোষণার পর, আর্জেন্টিনা আয়োজক হতে আগ্রহ প্রকাশ করে। আরও দুই-একটি দেশ আগ্রহ প্রকাশ করেছে। তবে সরকারি নিশ্চয়তা, অবকাঠামোগত সুযোগ সুবিধাসহ অন্যান্য বিষয় নিয়ে সবার চেয়ে এগিয়ে থেকে আয়োজকের স্বত্ব পেয়েছে দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসি দেশ।
Discussion about this post