স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি-আশরাফ হাকিমির গোলে লিগ ওয়ানে জিতল পিএসজি। এ জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করল চ্যাম্পিয়নরা। চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস, দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও নেইমারকে এই ম্যাচে পায়নি ফ্রেঞ্চ জায়ান্টরা। একাধিক তারকা ফুটবলারকে ছাড়া খেলতে নামা ক্রিস্তোফার গালতিয়ের দলের জয়ের নায়ক মেসি।
ম্যাচ শেষে কোচ গালতিয়ের জানান, মেসিকে রক্ষণাত্মক কাজ থেকে মুক্ত করে তাঁর ওপর থেকে চাপ কমানো উচিৎ। এজন্য পিএসজি ফুটবলারদের মেসির জন্য খেলতে বলেছেন তিনি। গালতিয়ের বলেন, ‘মেসি দলের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমি দলকে মেসির জন্য খেলতে এবং তাকে ঘিরে কাজ করতে বলেছি। তাকে অবশ্যই কিছু কাজ থেকে মুক্ত করতে হবে। বল পুনরুদ্ধার এবং গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। এর ফলে সে পাস খুঁজে পাবে, এই ধরনের ছোট পাস এই সময়ের ফুটবলে দুর্লভ।’
লিগ ওয়ানে ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লঁস। ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তুলুজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post