স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ফুটবলে দেড় দশক ধরে চলা সালাউদ্দিনের রাজত্ব শেষ হচ্ছে। আগামিকাল বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এই নির্বাচনে নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। বিএনপি নেতা তাবিথ আউয়ালই হতে যাচ্ছেন বাফুফের নতুন সভাপতি।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধীতা নেই বললেই চলে। তাবিথ আউয়ালের নামকাওয়াস্তে প্রতিপক্ষ দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান। সভাপতি পরের পর পদ সিনিয়র সহ-সভাপতি পদেও নির্বাচন নেই। বিনা প্রতিদ্বন্ধীতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। বসুন্ধরা কিংসের সভাপতির প্রতিপক্ষ হননি কেউই।
মূল লড়াই হবে চার সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে। আগামিকাল রাজধানীর একটি হোটেলে বেলা ২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হবে। তার আগে সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হবে। যে সবার মধ্য দিয়ে বাফুফেতে সালাউদ্দিন অধ্যায়ের ইতি ঘটবে।
ফেডারেশনের নির্বাচনে চারটি সহ-সভাপতি পদ নিয়েই যা কিছু আলোচনা। ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ পদের জন্য। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন চৌধুরী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, নাসির শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। এছাড়াও ১৫টি সদস্য পদে নির্বাচন হবে জমজমাট। দেশের অনেক ক্রীড়া সংগঠকই সদস্য পদে প্রার্থী হয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন তরফদার রুহুল আমিন। দীর্ঘ দিন থেকে আলােচনায় থাকা এই ক্রীড়া সংগঠক কী কারণে শেষ মূহুর্তে সিদ্ধান্ত বদলালেন সেটা নিয়েই চলছে যতো জল্পনা-কল্পনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র/ডেস্ক/০০