স্পোর্টস ডেস্ক:: ফ্রান্স ফুটবলের বড় তারকা তিনি। দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করিয়েছেন, কাতার বিশ্বকাপে ফাইনালে তুলেছেন। অল্পের জন্য মেসির কাছে শিরোপা হারিয়েছেন। এবার ৬৪ বছরের ‘রেকর্ড’ ভেঙে জাতীয় দল ও ক্লাবের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের ‘রেকর্ড’ করলেন কিলিয়ান এমবাপে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে গ্রিসের বিপক্ষে গোল করেছেন এমবাপে। তাতেই জাতীয় দলের জার্সিতে তিনি ৫৪ গোল করলেন। জাস্ট ফন্টাইনকে স্পর্শ করে ‘রেকর্ড’ গড়লেন ফরাসি তারকা। এর আগে ১৯৫৭-৫৮ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ফরাসি সাবেক তারকা জাস্ট ফন্টাইন ৫৪ গোল করেছিলেন।
ফরাসি এই তরুণ তুর্কি মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন। পিএসজিকে লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন। কাতার বিশ্বকাপে দলকে একাই ফাইনালে তুলেছেন। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এক মৌসুমে ৫৪ গোলের কৃতিত্ব গড়লেন তিনি।
রাতে কিলিয়ান এমবাপের একমাত্র গোলে গ্রিসকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। পেনাল্টি থেকে এমবাপে গোলটি পেয়েছেন ভাগ্যের সহায়তায়। প্রথমে মিস করলেও দ্বিতীয় সুযোগে দলের হয়ে জয় সূচক গোলটি করেন তিনি।
গ্রিসের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে ফরাসিরা। তবে গোলের দেখা পাচ্ছিলো না। গ্রিস সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথমার্ধের পুরোটা সময় আটকে রাখে। গোল শুন্য সমতায় রেখে তাই বিরতিতে যেতে হয় ফ্রান্সকে।
লাল কার্ডের ম্যাচটিতে শেষের কুড়ি মিনিট ১০ জনের দল হয়ে উঠে গ্রিস। অবশ্য তার আগেই লিড নেওয়া ফ্রান্স ১০ জনের প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের দশ মিনিট পরেই গোলের সুযোগ পায় ফ্রান্স। ম্যাচের ৫৫তম মিনিটে ডি বক্সের ভেতরেই ফরাসি তারকা গ্রিজম্যানের মাথায় বুট দিয়ে আঘাত করেন গ্রিসের মাভ্রোপানোস। এই ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখিয়ে রেফারি ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন।
কিলিয়ান এমবাপে স্পট কিক নেন। গ্রিস গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। তবে আগেই তিনি লাইন থেকে বেরিয়ে আসায় আবার সুযোগ পায় ফ্রান্স। এবার ফরাসি তারকা বল জালে পাঠলে ফ্রান্স এগিয়ে যায় ১-০ গোলে।
ম্যাচের বাকীটা সময় গ্রিস আর ঘুরে দাঁড়াতে পারেনি। দিদিয়ে দেশমের দলও ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচের শেষ দিকে উল্টো ১০ জনের দলে পরিণত গ্রিস। তবুও দলটি রক্ষণ আগলে রাখে। আর কোনো গোল হজম করেনি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post