স্পোর্টস ডেস্ক:: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-২০’র দ্বিতীয় আসর করতে যাচ্ছে। নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য প্রোটিয়া বোর্ড নিউজিল্যান্ড সফরে পাঠাবে দ্বিতীয় সারির দল। এসএ-২০ চলাকালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দলটি।
এসএ-২০ আগামি বছরের ১০ জানুয়ারি শুরু করে প্রোটিয়া বোর্ড। তার আগে আগামি ২৭ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্টিত হবে। প্লেয়ার্স ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটারদের নিয়েই নিউজিল্যান্ড সিরিজের দল গঠন করবে সাউথ আফ্রিকা।
প্রোটিয়া বোর্ড জানিয়েছে, এসএ-২০’তে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। একটি হোম ম্যাচ এবং একটি অ্যাওয়ে ম্যাচ। তাছাড়া আইপিএলের মতো প্লে-অফ তিন ম্যাচে।
নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দল পাঠানো হবে জানিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিইও ফোলেতোসি মোসেকি বলেন, ‘এসএ২০ খেলা ক্রিকেটাররা নিউজিল্যান্ড সফরে যাবেন না। এটি সিএসএ-এর (ক্রিকেট সাউথ আফ্রিকা) নির্দেশ। আমাদের পরিকল্পনা সঠিক পথেই আছে। নিলাম আমাদের জন্য পরবর্তী মাইলফলক হতে যাচ্ছে এবং এরপর ক্রিকেটারদের পাওয়া না পাওয়া নিয়ে ধারণা পাবেন কোচ।‘
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post