নিজস্ব প্রতিবেদকঃ ৩২৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ইনিংসের প্রথম ওভারেই স্যাম কারানের জোড়া শিকারে ডাক মেরে ফিরে যান ওপেনার লিটন দাস ও টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে গোল্ডেন ডাক মেরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ দলের বিপদ বাড়িয়ে দেন দলীয় ৯ আর ব্যক্তিগত ৪ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। ইনিংসের ১৪ বলেই গুরুত্বপূর্ণ তিন ব্যাটারকে হারিয়ে চোখে-মুখে অন্ধকার দেখে টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুই বন্ধর মাঝে যে ফাটল ধরেছে, সেটা ধরে পড়েনি খেলায়।
দুজনে বেশ ভালোই টানছিলেন। কিন্তু হুট করেই ছন্দ হারান তামিম। মেরে খেলতে গিয়ে মঈন আলির শিকারে পরিণত। ৬৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৫ রানে আউট হয়ে দলের জন্য বিপদই ডেকে আনেন। সাকিব-তামিমের ৭৯ রানের জুটি ভেঙে যাওয়ার কিছুক্ষণ পরই সাকিব আল হাসান ফিফটি পূরণ করেছেন।
চাপের মুখে ব্যাট করে ক্যারিয়ারের ৫১তম ফিফটি পূরণ করেন সাকিব। আর সেই ফিফটি যখন আশা দেখাচ্ছিল বাংলাদেশকে, তখনই আউট হয়ে ফেরেন তিনি। আদিল রশিদের বলে উড়িয়ে মারতে গিয়ে স্যাম কারানের সহজ ক্যাচে পরিণত হন। ড্রেসিং রুমের পথ ধরার আগে ৬৯ বলে ৫ বাউন্ডারিতে ৫৮ রান করেন। সাকিবের বিদায়ে বাংলাদেশের জয়ের আশা একেবারেই ক্ষীণ হয়ে গেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ২৮ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২২ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ রানে অপরাজিত আছেন। উইকেটে এসেছেন আফিফ হোসেন ধ্রুব। জিততে হলে ২২ ওভারে ২০৫ রান করতে হবে বাংলাদেশকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post