স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ক্রিকেটে যারা নাম কুড়িয়েছেন ক্রিকেট খেলে, তাদের বেশিরভাগই বড় সব আসরে ট্রফি জিতেছেন। তবে বাংলাদেশের ক্রিকেটে সেটি এক ভিন্ন চিত্র। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়েও সাকিব আল হাসান এখন পর্যন্ত দেশের জার্সিতে বড় ট্রফি জিততে পারেননি। ট্রফি নেই পঞ্চপাণ্ডবের বাকিদের কারোরই। এমনকি আশ্চর্যজনক হলেও সত্য, বাংলাদেশের পুরুষদের জাতীয় দলের ক্রিকেটে এখন পর্যন্ত কোনো বড় আসরের ট্রফি নেই।
ক্যারিয়ারে অনেকটা সময় পার করে ফেলা মুস্তাফিজুর রহমানেরও একই অবস্থা। আর তাই বড় ইভেন্ট বা বড় ট্রফি জেতার আক্ষেপ রয়ে গেছে এই কাটার মাস্টারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে এমন হতাশা প্রকাশ করেছেন মুস্তাফিজ। জানিয়েছেন, বড় ক্রিকেটার হতে গেলে আগে বড় ট্রফি জিততে হয়।
এই প্রসঙ্গে মুস্তাফিজুর রহমান বলেন, ‘ভালো করার তো শেষ নাই। চেষ্টা করব আগে যা করেছি, সেটা থেকে আরও ভালো করার। আমার মনে হয় বড় খেলোয়াড় যেসময় হয়, সে বড় ইভেন্টগুলো জিতে, বড় ট্রফি জিতে। সেসময় বড় খেলোয়াড় বলা হয়। এই আক্ষেপ তো সবসময় রয়ে গেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post