নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্ট জয় থেকে আর মাত্র ৩ উইকেট দূরে বাংলাদেশ। ১১৩ রানে চতুর্থদিন পার করা নিউজিল্যান্ডের দরকার আরও ২১৯ রান। পঞ্চম ও শেষ দিনে অলৌকিক কিছু না ঘটলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয় প্রায় নিশ্চিত স্বাগতিকদের। বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট পাওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুর্বার। শুক্রবার ২০ ওভার বল করে মাত্র ৪০ রানে ৪ উইকেটের পতন ঘটিয়েছেন তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে বাঁহাতি এই স্পিনার জানান, এমন সব জয় যে কোনো দলকে সামনে এগোনোর আত্মবিশ্বাস দেয়।
তাইজুল বলেন, ‘বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনও জিতিনি। তবে আমরা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি বা কালকেও করব। একটা বড় দলকে হারালে ক্রিকেটারদের আত্মবিশ্বাস থেকে শুরু করে, একটা দল বদলে যাওয়ার আভাস থাকে।টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ এটা, আমরা চাই পুরো বছর (চক্র) যেন ওই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। কয়টা ম্যাচ জিতব বা জিতব না জানি না, তবে বাংলাদেশকে যেন আমরা ভালো কিছু দিতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post