স্পোর্টস ডেস্কঃ বড়দিনের ছুটির মাঝে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সালাহ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের সংঘাত পরিস্থিতিকে উপজীব্য করে বড়দিনের শুভেচ্ছা জানান মিশরীয় এই ফরোয়ার্ড।
সালাহ লিখেন, ‘মধ্যপ্রাচ্যে নৃশংস যুদ্ধ চলছে; বিশেষ করে গাজায় যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে…এ বছর আমরা খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে ক্রিসমাস পালন করছি এবং যে মানুষগুলো তাদের প্রিয়জন হারিয়ে আর্তনাদ করছে, সেই পরিবারগুলোর সঙ্গে আমরা ব্যথা ভাগ করে নিচ্ছি। দয়া করে তাদের ভুলে যাবেন না এবং তাদের এই দুর্ভোগের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন না। মেরি ক্রিসমাস।’
গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। দেশটির দাবি, অক্টোবরের প্রথম সপ্তাহের এক হামলায় হামাস এক হাজার ২০০ ইসরাইলিকে হত্যা এবং ২৪০ জনকে জিম্মি করেছে। ইসরাইলের পাল্টা হামলায় ও বোমাবর্ষণে এরই মধ্যে ২০ হাজারের উপরে ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৫০ হাজার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post