স্পোর্টস ডে্ক:: দীর্ঘ বিরতির পর আবারো মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। কুমিল্লায় ১-১ গোলে ‘ড্র’ থাকা ম্যাচটি গড়িয়ে ছিলো টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে বসুন্ধরাকে হারায় আবাহনী।
টানটান উত্তেজনার ম্যাচটির প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে দুর্ভাগ্যজক ফাউলে আবাহনী হয়ে যায় ১০ জনের দল। ম্যাচের ৪২তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আসাদুজ্জামান বাবলু। দশ জনের দল নিয়ে বিরতিতে যায় আবাহনী।
বিরতির পর বসুন্ধরা আক্রমণ বাড়িয়ে দেয়। দশজনের আবাহনীকে বেশ লড়াই করতে হয়। ৫৭তমমিনিটে মজিবুর রহমান জনির দুর্দান্ত এক গোলে বসুন্ধরা কিংস এগিয়ে যায় ১-০ গােলে। অফসাইডের ফাঁদ এড়িয়ে জনাথনের ক্রসে টোকা মেরে দারুণ এক গোল করেন তিনি। এরপর ব্যবধান বাড়ানোর আরো কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বসুন্ধরা।
পিছিয়ে পড়া দশ জনের আবাহনী ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। মাচের ৮৪তম মিনিটে বক্সের কিছুটা বাইরে এমেকা ওগবুহ ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় আবাহনী। আরমান ফয়সাল আকাশ ফ্রি কিক থেকে রাফায়েল অগুস্তোর শট বারে লাগলেও ফিরতি শটে ঠিকই জাল খুঁজে নেন। ১-১ সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও আসেনি ফলাফল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফাইনাল নিশ্চিত করে আবাহনী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০