স্পোর্টস ডেস্কঃ বসুন্ধরা কিংসের সঙ্গে অস্কার ব্রুজনের অর্ধযুগের পথচলা শেষ হলো। সম্পর্ক ছিন্ন করার বিষয়টি স্প্যানিশ কোচকে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে বলেছেন, ‘অস্কার ব্রুজনকে আমরা আর রাখছি না। সিদ্ধান্তটা এ কোচকে জানিয়ে দেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে অস্কার লিখেন, ‘আজ বিদায় জানানোর দিন। আমি সবকিছু চিরতরের জন্য আমার হৃদয়ে ধারণ করে নিয়ে যাচ্ছি। আমরা দেশে দারুণ এক ফুটবল সংস্কৃতি তৈরি করেছি। দীর্ঘ মেয়াদে অগ্রগতি আর ১১টি বড় শিরোপাজয়, সবশেষ মৌসুমের ট্রেবলসহ নিজেদের সমৃদ্ধিতে আমাদের বিশেষ মনোযোগ ছিল। কিংসের দাপুটে ফুটবলের অংশ হতে পেরে আমি গর্বিত।’
কিংসের কোচ হিসেবে দেশের ফুটবলে ৬ বছর কাটিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার। তার কোচিংয়ের সময়ে ক্লাবটি বাংলাদেশ ফুটবলের সেরা দলে পরিণত হয়েছে। সবশেষ সাফল্য রেকর্ড ট্রেবল জয় ও টানা চারবারের লিগ শিরোপা জয়ের ইতিহাস। তাঁর অধীনে মোট ১১টি শিরোপা জিতেছে কিংস। প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার গৌরবও পেয়েছে তারা। তবে সম্প্রতি ক্লাব ম্যানেজার ওয়াসিমুজ্জামানের সঙ্গে অস্কারের মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিদেশি খেলোয়াড়দের শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ খানিকটা নাখোশ ছিল কোচের ওপর। দেশের শীর্ষ এক গণমাধ্যমের সাথে আলাপকালে অস্কার জানিয়েছেন, ‘ক্লাব ম্যানেজারের সঙ্গে আমার মতের অমিল হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post