স্পোর্টস ডেস্কঃ আসন্ন মে মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ওয়ানডে দল। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম-সাকিবরা। চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সেই সিরিজ।
সেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি পড়েছে ১৪ মে, রোববার। আর সেই ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। কর্তৃপক্ষের হাতে আর কোনো টিকিট অবশিষ্ট নেই। এসেক্স ক্রিকেটের অফিসিয়াল টিকেট ওয়েবসাইটেও দেখানো ‘সোল্ড আউট’, অর্থাৎ টিকিট শেষ।
সাপ্তাহিক ছুটির দিন হওয়া টাইগারদের এই ম্যাচ মিস করতে চান না কেউই। তাই শেষ ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে সবার আগে। উপচে পড়া ভিড় হবে, সেটা আন্দাজ করা যাচ্ছে বেশ ভালোভাবেই। যদিও প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিট এখনও রয়ে গেছে। চাইলে যে কেউই কিনতে পারবে।
আগামী ৯ মে চেমসফোর্ডে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। ১২ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে। ১৪ মে শেষ ম্যাচটি আবার হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। টাইগারদের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। এই ম্যাচ মাঠে গড়াবে ৫ মে। আনঅফিসিয়াল ম্যাচটি ক্লোজডোর স্টেডিয়ামে খেলবে দুই দল।
এর আগে ইংল্যান্ড পৌঁছে এসেক্সের স্থানীয় একটি মাঠে অনুশীলন করবে বাংলাদেশ দল। ইংল্যান্ডে উড়াল দেওয়ার আগে সিলেটে তিন দিনের ক্যাম্প করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আগামী ২৭ এপ্রিল, বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই ক্যাম্প। সেই ক্যাম্প শেষে ১ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post