নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে তিনটি চারদিনের ম্যাচের দ্বিতীয়টিতে আগামীকাল উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২’এ সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে দু’দলের প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়। বৃষ্টি বাঁধায় সুবিধা হয়েছিল স্বাগতিকদের।
দ্বিতীয় চারদিনের ম্যাচে দলে পরিবর্তন এসেছে বাংলাদেশের। পেসার রেজাউর রহমান রাজা ও উইকেটরক্ষক জাকের আলী অনিক চোটের কারণে ছিটকে গেছেন। তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে দলে নেওয়া হয়েছে খালেদ আহমেদ ও ইরফান শুক্কুর। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে প্রথম ম্যাচে পেসার রাজা প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে ফর্মে থাকা অনিক অনুশীলনের সময় হেলমেটে আঘাত পান। তাঁকে পর্যবেক্ষণে রাখবে বিসিবি। দলে দুজনই মঙ্গলবার শুরু হওয়া দ্বিতীয় চারদিনের ম্যাচে খেলতে পারবেন না।
দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর, শাহাদাত হোসাইন দিপু, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসাইন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post