নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ দিন পর বাংলাদেশ একাদশে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। চোটের কারণে দলের বাইরে যাওয়া এই পেসার দলে ফিরে ফিরলেন একাদশেও। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও আছেন একাদশে। টাইগার দলে অভিষেক হয়েছে তানজিদ তামিমের।
বিশ্বকাপ বিবেচনায় থাকা এই দুই ক্রিকেটারও নিজেদের প্রমানের সুযোগ পাচ্ছেন জিম্বাবুয়ে সিরিজে। তাওহীদ হৃদয়, তানজিদ তামিম, তাসকিন আহমদরাও আছেন প্রথম ম্যাচের একাদশে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্বাগতিক অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সিকান্দার রাজাকে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্টিত হবে। সিরিজের শেষ দু’টি ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্টিত হবে।
বিশ্বকাপের আগে দেশের মাটিতেই এটাই বাংলাদেশের শেষ সিরিজ। শান্তর দল তাই বিশ্বকাপ প্রস্তুুতি সারছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মাহেদী, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post