নিজস্ব প্রতিবেদকঃ আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। ২০২৬ ফিফা বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে আগামী ২২ ও ২৬ মার্চ দুই লেগের ম্যাচে এশিয়ার জায়ান্টদের মুখোমুখি হবে হাবিয়ের কাবরেরার দল। সেই দুই ম্যাচ সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দল।
ঘোষিত দলে আলোচিত ‘মদ-কাণ্ডের’ দীর্ঘদিন পর ফিরলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মন। ফিরেছেন মোহামেডানের উইঙ্গার শাহরিয়ার ইমনও। এদিকে চোটের কারণে দলে নেই শেখ মোরসালিন ও তারিক কাজী। এ দুজনের না থাকাটা মোটামুটি নিশ্চিত ছিল আগেই। উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম জায়গা হারিয়েছেন।
প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পাওয়া রাব্বি হোসেন রাহুল এবারের প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে করেছেন ৫ গোল। তিনি বসুন্ধরা কিংস থেকে ব্রাদার্সে ধারে খেলতে এসেই দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন কোচ কাবরেরার। আরেক নতুন মুখ কাজেম শাহ বাংলাদেশ পুলিশ এফসির হয়ে লিগে খেলেছেন। আরেকজন- তাজউদ্দিন হলেন সাদ উদ্দিনের ছোট ভাই।
ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের দল:
মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, মুরাদ হাসান, তপু বর্মন, মোহাম্মদ রহমত মিয়া, মোহাম্মদ ঈসা ফয়সাল, মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ সাদ উদ্দিন, মোহাম্মদ তাজ উদ্দিন, সোহেল রানা, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মোজিবুর রহমান জনি, রবিউল হাসান, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, মোহাম্মদ শাহরিয়ার ইমন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post