নিজস্ব প্রতিবেদকঃ দিন দুয়েক আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে গেছে নিউজিল্যান্ড ক্রিকেটের চার সদস্যের প্রতিনিধি দল। এফটিপি সূচি অনুযায়ী চলতি বছর বাংলাদেশের বিপক্ষে দুই ভাগে সিরিজ খেলতে আসবে কিউইরা। আর সেই সফরের ভেন্যুর সুযোগ-সুবিধার জন্যই মূলত আসা তাদের।
সিলেটে খেলা পড়ছে, সেটি আগেই জানিয়েছিল এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোর । এবার জানা গেছে নতুন তথ্য। সিলেটে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি হবে লাক্কাতুরার নয়নাভিরাম মাঠে। নভেম্বর-ডিসেম্বরে প্রথম টেস্টই হবে সিলেটে।
তাসমান সাগরপাড়ের দলটির বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজে খেলার কথা বাংলাদেশ দলের। তবে সিরিজটি হবে দুই ভাগে। প্রথম ভাগে সেপ্টেম্বরের শেষভাগে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে খেলবে ব্ল্যাকক্যাপসরা। যেগুলোর সবগুলোই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। এই সিরিজ খেলেই বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে।
বিশ্বকাপের পর হবে দুই দলের টেস্ট সিরিজ। সাকিব-তামিমদের বিপক্ষে খেলতে নভেম্বরের শেষ দিকে আবারও বাংলাদেশে আসবে কিউইরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবিত সূচি অনুযায়ী ২১ নভেম্বর ঢাকায় পা রাখার কথা সফরকারীদের। এরপর একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি।
২৮ নভেম্বর থেকে ২ নভেম্বর হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। তাতে করে ৫ বছর পর সিলেটের মাঠে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post