স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে নির্ধারিত সময়ে এই ম্যাচের টস হয়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময় টস করা যায়নি।
দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট কাভারে ডাকা ছিলো। তখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। কিছুটা বিলম্বে টস হবে। দুই দলের ক্রিকেটাররা মাঠে আসলেও তারা ড্রেসিং রুমেই আছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলেরই পয়েন্টের খাতা শুন্য। দুই দলের বিদায় হয়ে গেছে। তবুও নিয়ম রক্ষার ম্যাচকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খাতা-কলমে নিয়রম রক্ষার ম্যাচটা দুই দলের কাছেই অতি গুরুত্বপূর্ণ। দুই দলের কোচিং স্টাফের দু’জন সদস্য সেটাই মনে করিয়ে দিয়েছেন ম্যাচের আগের দিন।
দুই ম্যাচ করে খেলা পাকিস্তান ও বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। আজকের ম্যাচটি হয়ে গেলে একটি দলের অর্জনের খাতা থাকবে শুন্য। আরেকটি দল দুই পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারে। তবে বৃষ্টি হয়তো সমান করে দেবে দুই দলকে। বেরসিক বৃষ্টি হয়তো চাইছে না কেউ শুন্য হাতে বাড়ি ফিরুক। তাই এক এক করে পয়েন্ট ভাগ করে দিতে পারে দুই দলকে।
রাওয়ালপিন্ডির আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি ম্যাচটি পণ্ড করে দিলে একটি করে পয়েন্ট পাবে দুই দল। শেষ পর্যন্ত এটাই হতে পারে। নিয়ম রক্ষার ম্যাচে শান্তনার একটি করে পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারে বাংলাদেশ-পাকিস্তান। আবার ম্যাচ হলে একটি দলকে শুন্য হাতেই শেষ করতে হবে টুর্নামেন্ট। স্থানীয় আবহাওয়া অফিস বলছে- আজ দুপুর থেকে রাত নয়টা-দশটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। সম্ভাবনা ৪০ থেকে ৫০%। মানে বৃষ্টি নাও হতে পারে। অথবা কম বা কম সময় হতে পারে। তবে গত কয়েক দিন থেকেই বৃষ্টি হচ্ছে রাওয়ালপিন্ডিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০