স্পোর্টস ডেস্কঃ আইসিসির এফটিপি সূচি অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে আগামী আগস্ট মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেই সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুটি ভিন্ন ভেন্যুতে হবে সিরিজের দুটি টেস্ট ম্যাচ।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট থেকে। যেই ম্যাচের ভেন্যু রাওয়ালপিণ্ডিতে। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে করাচিতে। সেই ম্যাচটি শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে। সিরিজটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ
২০২০ সালে সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। এবার চার বছর সেই দেশে আবারও যাচ্ছেন টাইগাররা। সব ঠিক থাকলে আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ শিবিরের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post