স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুুতি ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন বিরাট কোহলি। অনুশীলনে এতোটাই মনযোগী একের পর এক ছক্কা মেরে বল পাঠাচ্ছেন গ্যালারিতে। তেমনি একটি ছক্কা মেরে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের দেওয়ার ভেঙে ফেলেছেন তিনি।
বাংলাদেশ দল ভারতে অবস্থান করছে। বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ভারতীয় তারকা দীর্ঘ দিন পর সাদা পোশাকে মাঠে ফিরতে অনুশীলন করছেন বেশ সিরিয়াস।
এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছেন তিনি। অনুশীলনটা যে খুব ভালো হচ্ছে সেটা বুঝাই যাচ্ছে ব্যাটে-বলে দারুণ টাইমিং দেখে। নেট বোলারদের একের পর এক বাউন্ডারি ছাড়া করছেন তিনি। প্রায় আট মাস পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।
নেটে অনুশীলনের সময় বিরাট কোহলির মারা একটি ছয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়াল ফুটো হয়ে গেছে।কোহলির সেই শটের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে ভিডিওতে একজন মন্তব্য করেছেন, ‘চিপকে (চেন্নাইয়ের যেখানে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের অবস্থান) অনুশীলন সেশনে ছক্কা মেরে বিরাট কোহলি দেয়াল ভেঙে ফেলেছেন।’ আরেকজনের মন্তব্য ছিল এ রকম, ‘গোট (সর্বকালের সেরা) শাসন করতে আসছেন।’
আরেক ইন্টারনেট ব্যবহারকারী কোহলি টিক কোন জায়গাল দেওয়াল ভেঙেছেন সেটি জানিয়ে লিখেছেন, ‘অনুশীলনের সময় বিরাট কোহলি ছক্কা মেরে চিপকে ভারত দলের ড্রেসিংরুমের দেয়াল ভেঙে ফেলেছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০