স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে নিজেদের খেলা তিন ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কেন উইলিয়ামসনের দল।
বিশ্বকাপে বাংলাদেশকে এ নিয়ে ৬ ম্যাচ খেলে ছয়বারই হারাল নিউজিল্যান্ড। কিউইদের হারানোর অপেক্ষা তাই আরেকটু বাড়ল বাংলাদেশের। ২০১৫, ২০১৯ বিশ্বকাপের পর এবারও টাইগারদের হারাল তাসমান সাগরপাড়ের দেশটি। আজকের ম্যাচে নায়ক পেসার লকি ফার্গুসন।
১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করার সুবাদে ফার্গুসন জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। ওয়ানডেতে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচ সেরা হলেন তিনি। প্রথমবার হয়েছিলেন ২০১৮ সালের নভেম্বরে, পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে। বিশ্বকাপে প্রথমবারের মতো জিতলেন তিনি সেরার পুরস্কার।
চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে শুরু থেকে শর্ট বলের কৌশল বেছে নেন লকি ফার্গুসন। তাতে মেলে সাফল্যও। প্রতিপক্ষের সবচেয়ে বড় দুটি জুটিই ভাঙেন তিনি শর্ট বলে। ম্যাচে নিউজিল্যান্ডের সফলতম বোলার দারুণ স্বীকৃতি পেলেন ম্যাচ শেষে। বল হাতে শুরুতে তানজিদ তামিমকে ফেরান ফার্গুসন। এরপর মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক সাকিব আল হাসান ফিরেন তাঁর পেস তোপে।
টস হেরে আগে ব্যাট করে ২৪৫ রানের বেশি করতে পারে নি বাংলাদেশ। রান তাড়ায় অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। মিচেলের ইনিংসটি ছিল ৬৭ বলে ৬ চার ও ৪ ছক্কায়। চোট পেয়ে মাঠ ছাড়া উইলিয়ামসন শুরু থেকে মন্থর ব্যাটিং করলেও ফেরার আগে হাত খোলে ব্যাট করেন। ১০৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন। এর আগে ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৩ চারের মারে ৪৫ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post