স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। সাদা বলের এই কোচ বাংলাদেশের কাছে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হারের পর রীতিমতো পদোন্নতি পেলেন। সিরিজ শুরুর আগে তিনি ছিলেন ক্যারিবিয়ানদের সাদা বলের কোচ। প্রথম ম্যাচ শেষে বেড়ে গেছে দায়িত্ব।
ড্যারেন স্যামি এখন থেকে উইন্ডিজের লাল বলের কোচ। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পরিচালক মাইলস বাসকম্ব সেন্ট ভিনসেন্টে উইন্ডিজ ক্রিকেটে ত্রৈমাসিক সংবাদ সম্মেলনে স্যামিকে টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়ার কথা জানান।
ড্যারেন স্যামি এখন থেকে ওয়েস্ট ইন্ডিজের তিন ফরম্যাটের কোচ। এক সঙ্গে লাল এবং সাদা বলের কোচের দায়িত্ব সামলাবেন তিনি। স্যামি খেলোয়াড়ী জীবনে ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন। এবার নতুন দায়িত্ব পাওয়ার পর স্যামি বলেছেন, ‘যে কোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের এবং নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনার পরিকল্পনা করেছি।’
আগামি ১ এপ্রিল থেকে ক্যারিবিয়ানদের টেস্ট দলের কোচের দায়িত্ব পালন শুরু করবেন তিনি। টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আন্দ্রে কুলির স্থলাভিষিক্ত হয়েছেন। গত বছরের মে মাসে ক্যারিবিয়ানদের রঙিন ড্রেসের কোচের দায়িত্ব পান তিনি। কোচ হিসেবে স্যামি ওয়ানডেতে ২৮ ম্যাচে ১৫ টি জিতেছেন। হেরেছেন ১২টি ওয়ানডে ম্যাচ।। টি-২০ তে ৩৫ ম্যাচে জয় পেয়েছেন ২০টি ম্যাচে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০