স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। বৃহস্পতিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরেছে হাবিয়ের কাবরেরার দল। মেলবোর্নে প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে ছিল জামাল ভূঁইয়ারা। দ্বিতীয়ার্ধে তাদের জালে আরও ৩ গোল দেয় স্বাগতিকরা। তাতে বড় জয় পায় সকারুরা।
অস্ট্রেলিয়ান ফুটবলারদের উচ্চতাও বাংলাদেশের ডিফেন্ডারদের ভুগিয়েছে। চার গোলের দু’টিই হয়েছে হেডে। বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করার আগেই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড বল জালে পাঠিয়েছেন।
ম্যাচ শুরুর ৪ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ডি-বক্সের কাছে অস্ট্রেলিয়ার এক ফুটবলারকে ফাউল করে বসেন মোহাম্মদ রিদয়। রেফারির বাঁশিতে ফ্রি-কিকের সুর। ফ্রি-কিক নেন ফরোয়ার্ড ক্রেইগ গুডউইন। গোলবারের সামনে ক্রস পেয়ে হেডে বল জালে জড়ান হ্যারি সোউত্তার। সাড়ে ৬ ফিট উচ্চতার এ ডিফেন্ডারকে বাধা দেয়ার কোনো সুযোগই পাননি বাংলাদেশের ডিফেন্ডার বা গোলরক্ষক। তার উচ্চতার কাছেই হেরে গেছে কাবরেরার রক্ষণভাগ।
১১ মিনিটে দারুণ দক্ষতায় বল ক্লিয়ার করেন বাংলাদেশি গোলরক্ষক মিতুল মারমা। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে গেলেও ২০ মিনিটে আরও একটি গোল হজম করতে হয় কাবরেরার শিষ্যদের। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে মিলার পাস দেন মেটকালফেকে। তিনি এগিয়ে গিয়ে ডি-বক্সে ক্রস নেন। রক্ষণকে ফাঁকি দিয়ে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান বোরেলো। ২৭তম মিনিটে গুডউইনের ক্রস গোলবারের সামনে থেকে হেড নিয়েছিলেন বোরেলো। তবে সতর্ক মিতুল মারমা সেটি গ্লাভসবন্দী করে হতাশ করেন এ ডিফেন্ডারকে।
কিন্তু ৩৮ মিনিটে সে সুযোগটি পাননি মিতুল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে মেটকালফের আলতো ক্রস ছয় গজ দূরত্ব থেকে হেডে জালে জড়ান ডিউক। বাংলাদেশের চার ডিফেন্ডার তাকে ঘিরে রাখলেও উচ্চতার কারণে তার থেকে বল ক্লিয়ার করতে পারেনি। দুই মিনিট পর চতুর্থ গোলটি হজম করে বসে জামালরা। ডি-বক্স থেকে হেডে বল ক্লিয়ার করার চেষ্টা করেন বাংলাদেশের ডিফেন্ডার হাসান মুরাদ। কিন্তু সেটি পেয়ে যান বক্সের বাইরে থাকা বোরেলো। তার শট বারে লেগে ফিরে আসার সময় ছয় গজ দূরত্বে পেয়ে যান ডিউক। আগের শট ফেরাতে একপাশে ঝাপিয়ে পড়েছিলেন মিতুল। তাতে জাল ফাঁকা পেয়ে আলতো ছোঁয়ায় বল জড়ান ডিউক। ৪-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় অস্ট্রেলিয়া। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা জর্ডান বসের আড়াআড়ি ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি মিতুল, ফাঁকা পোস্টে অনায়াসে বল জালে জড়িয়ে দেন ডিউকের বদলি নামা ম্যাকলারেন। ৭০তম মিনিটের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে অস্ট্রেলিয়া। ম্যাসিমো লুঙ্গোর কোনাকুনি শট মিতুল ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি; ফিরতি সুযোগ কাজে লাগান ম্যাকলারেন। ৮৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ডান দিক থেকে মিলারের আড়াআড়ি ক্রসে বল শাকিলের সামনে দিয়ে বেরিয়ে যায়; নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
একটু পর এইডেন ও’নিলকে বক্সে শাকিল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাসিমোর দুর্বল স্পট কিক নিজের ডান দিকে ঝাঁপিয়ে আটকে দ্বিতীয় দফার চেষ্টায় গ্লাভসে জমান মিতুল। পুরো ম্যাচে বাংলাদেশের এক চিলতে ঝলক এটুকুই! এ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ। ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে দুই লেগে ৯ গোল হজম করে হেরেছিল তারা; ২০১৫ সালের বাছাইয়ে অস্ট্রেলিয়ার পার্থে ৫-০ এবং ঢাকায় ৪-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আগামী ২১ নভেম্বরে ঢাকায় লেবাননের বিপক্ষে বাছাইয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post