স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল বায়ার্ন মিউনিখ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হেরেছিল বাভারিয়ানরা। নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে করেছে ১-১ গোলে ড্র। তাতে দুই লেগ মিলিয়ে টমাস টুখেল শিষ্যদের হার ৪-১ ব্যবধানে।
সেমিতে উঠতে না পারলেও বায়ার্নের লড়াকু মানসিকতা নিয়ে সন্তুষ্ট কোচ টুখেল। সিটির কাছে হারের পর এই জার্মান কোচ বলেন, ‘সিটির বিপক্ষে দুই লেগের পারফরম্যান্স নিয়েই আমি সন্তুষ্ট, বিশেষ করে আজকে (গতকাল) আমরা নিজেদের যেভাবে মেলে ধরেছি।’
টুখেল আরো বলেন, ‘এখন ইউরোপের সেরা দলের (সিটি) সঙ্গে আমরা সমান তালে লড়েছি। পার্থক্যটা ছিল আমাদের মূলত আত্মবিশ্বাস ও ফর্মে। দুই ম্যাচেই সামান্য যে কয়েকটি ভুল আমরা করেছি, সেটিরই খেসারত দিতে হয়েছে। তবে আমার মনে হয় না, স্কোরলাইনে সত্যিকার লড়াইয়ের প্রতিফলন পড়ছে।’
চ্যাম্পিয়ন্স লিগের আগে বায়ার্ন টুখেলের অধীনে খেলে বাদ পড়ে জার্মান কাপ থেকেও। বুন্দেসলিগায় তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বরুশিয়া ডর্টমুন্ড। দলের ধারাবাহিকতা নিয়ে দুশ্চিন্তা আছে টুখেলের, ‘আজকে দেখেছেন যে আমরা কোন পর্যায়ের ফুটবল আমরা খেলতে পারি। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের ভিন্ন একটি রূপও প্রায়ই দেখা যায় এবং অনেক সময়ই ম্যাচে আমরা প্রত্যাশিত মনোযোগ ধরে রাখতে পারি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post