স্পোর্টস ডেস্ক:: বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম খেলার জন্য পুরোপুরি প্রস্তুুত নয়। বাফুফে তাই পড়েছে বেকায়দায়। ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের ভেন্যু নিয়ে তৈরি হয়েছে জঠীলতা। ফেডারেশন হোম অব ফুটবলের সংস্কার কাজে বেশি সময় লাগাচ্ছে সরকার এমন অভিযোগ করে আসছে।
এবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, বাফুফে যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখনি খেলা আয়োজন করতে চায়, তারা চাইলে সরকার দুই মাসের মধ্যে মাঠ ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুুত করে দেবে। মাঠের উন্নয়ন ও ঘাস কাটার কাজ চলছে। যা দেড় দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
তবে গ্যালারির অবকাঠামোগত উন্নয়ন কাজ চলবে। মূল মাঠ প্রস্তুুত হয়ে গেলে ম্যাচ আয়োজনে সমস্যা হবে না। জাহিদ আহসান রাসেল বলেন, যে গ্যালারীতে আমরা কাজ করবো, সেই গ্যালারীটা হয়তো বন্ধ থাকলো, বাকি গ্যালারীটা ব্যবহার করতে পারেন। যেহেতু মাঠ আমাদের তৈরি হয়ে গেছে, অ্যাথলেটিকস ট্র্যাকটাও আমরা বসিয়ে ফেলেছি, একটা সাইডও প্রস্তুত করে ফেলেছি। আমার কাছে মনে হয় যে, যদি ফুটবল ফেডারেশন মনে করে যে, এই পরিবেশে তারা খেলতে পারে তাহলে আমাদেরকে বললে হয়তো আগামী দুই-এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত করে দিতে পারবো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post