স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অর্থ বরাদ্ধ বন্ধ করে দিয়েছে ফিফার ডেভলপমেন্ট বিভাগ। মূলত সাবেক প্রধান কোচ জেমি ডে’কে পাওনা বুঝিয়ে না দেওয়ায়, সেই অর্থ বরাদ্ধ বন্ধ করে দিয়েছে ফিফা।
২০২১ সালের সেপ্টেম্বরে ইংলিশ কোচ জেমি ডে’কে বরখাস্ত করে বাফুফে। তখনও কোচের সাথে ১১ মাসের চুক্তি বাকি ছিল। সেই চুক্তির পাওনা টাকা চেয়ে মেয়াদ শেষের পর গেল ২০২২ সালের অক্টোবরে ফিফার কাছে অভিযোগ দেন জেমি ডে।
অভিযোগের সত্যতা পেয়ে বাফুফেকে জরিমানা ও পাওনা দিতে বলে ফিফা। সব মিলিয়ে প্রায় কোটি টাকার ঘরে সেই অঙ্ক। আপিল করেও, কোনো ফল পায়নি বাফুফে। গেল ২৭ ডিসেম্বর ২০২২, এই তারিখের মধ্যে জেমি ডে’কে টাকা বুঝিয়ে দেওয়ার শেষ সময় ছিল।
তবে নির্ধারিত সময়ের দেড় মাস পেরিয়ে গেলেও টাকা বুঝে পাননি জেমি ডে। সুদসমেত বাড়ছে অর্থের পরিমাণও। যার ফলে উন্নয়ন খাতে বরাদ্ধকৃত অর্থ বাফুফেকে দেওয়া বন্ধ করে দিয়েছে ফিফা। যদি সমাধান না মিলে, ভবিষ্যতেও নেতিবাচক প্রভাব পড়বে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post