স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের বড় তারকা অধিনায়ক বাবর আজম, ভারতীয় ক্রিকেটের বড় তারকা বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেলেন মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এই দুই তারকাকে পেছনে ফেলে দ্রুততম সময়ে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাট হাতে ৪৫ রান করেই মাত্র ৭৯ ইনিংসে তিন হাজার রানের ঘরে পৌঁছেছেন তিনি। মাঠে নামা আগে মাত্র ১৯ রান লাগতো রিজওয়ানের। ৩৪ বলে ৪৫ রান করে তিনি অপরাজিত থাকেন।
তবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রিজওয়ানের শুরুটা মোটেও ভালো ছিলো না। শুরুর ১৭ ইনিংসেও ৪০’র কোটা ছুঁতে পারেননি। বছর তিনেক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাই ইনিংস উদ্বোধন করতে নামে। ২০২০ সালের ডিসেম্বরে সেই ম্যাচ বদলে দেয় তাকে।
ইনিংস উদ্বোধন করতে নেমে ৮৯ রানের এক ইনিংস খেলেন। এরপর থেকেই পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামতেন তিনি। আর পেছনে ফিরে থাকাতে হয়নি। এবারতো বাবর-কোহলিদের পেছনে ফেলে গড়লেন দ্রুততম তিন হাজারি ক্লাবের ‘রেকর্ড।’
দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির তিন হাজারে পৌঁছাতে লেগেছে ৮১ ইনিংস। তৃতীয় স্থানে থাকা বাবরেরও লেগেছে সমান ইনিংস। চারে থাকা অজি ক্রিকেটের অ্যারণ ফিঞ্চের লেগেছে ৯৮ ইনিংস। পাঁচে থাকা কিউ তারকা মার্টিন গাপটিল তিন হাজারের ঘরে যেতে খেলেছেন ১০১ ইনিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post