স্পোর্টস ডেস্ক:: দুর্দান্ত এক শতক হাঁকিয়ে ম্যাচ শেষের পথেই ছিলেন বাবর আজম। তবে শেষ মূহুর্তে আউট হলেন, চার-ছক্কায় বাবরের সেঞ্চুরির ম্যাচের সমাপ্তি টানলেন মোহাম্মদ নেওয়াজ। এলপিএলে সাকিবদের হল টাইটান্সকে সাত উইকেটে হারিয়েছে কলম্বো স্ট্রাইকার্স।
আগে ব্যাট করা গল টাইটান্স ১৮৩ রানের পূঁজি গড়েছিলো। জবাবে খেলতে নামা কলম্বো স্ট্রাইকার্স বাবরের শতকের সঙ্গে পাথুম নিশাঙ্কার অর্ধশতকে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
১৮৯ রানের টার্গেটে খেলতে নামা কলম্বো বাবর-নিশাঙ্কার উদ্বোধনী জুটিতেই ১১১ রান তুলে নেয়। ব্যক্তিগত ৫৪ রানে নিশাঙ্কা সাজঘরে ফিরলে ভাঙে তাদের জুটি। পাঁচ চার ও এক ছয়ে ৪০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। অন্যপ্রান্তে সেঞ্চুরি হাঁকানো বাবর আজম দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। ১০৪ রানের ঝলমলে ইনিংস খেলে দলীয় ১৭৫ রানে তৃতীয় উইকেটে সাজঘরে ফিরেন তিনি। ৫৯ বলের দৃষ্টিনন্দন ইনিংসটি সাজান আট চার ও পাঁচ ছক্কায়। তার বিদায়ের পর উইকেটে আসা আরেক স্বদেশী মোহাম্মদ নেওয়াজ এক চার ও এক ছক্কায় মাত্র ৪ বলে ১৪ রান তুলে এক বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন।
গলের হয়ে তাবরিজ শামসি ২টি উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নামা গল টাইটান্স টিম সাইফারটের অর্ধশতক ও শেভন ডেনিয়েলের এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিসের ইনিংসে তিন উইকেটে ১৮৮ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন হাফ সেঞ্চুরিয়ান টিম সাইফরট। চার চার ও তিন ছক্কায় সাজান ৩৫ বলের ইনিংসটি। ৪৯ রান করে সাজঘরে ফিরেন শেভন ডেনিয়েল। ৩১ বলের ইনিংস সাজিয়েছেন পাঁচ চার ও দুই ছয়ে। এছাড়াও ৩০ রান করেছেন ভানুকা রাজপাকসে।
কলম্বোর হয়ে নাসিম শাহ, রমেস মেন্ডিসরা ১টি করে উইকেট লাভ করেন।
সাকিব গলের একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। বল হাতে ৪ ওভার বল করে ৩০ রান খরচ করেও উইকেটের দেখা পাননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post