স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের বিদায় হয়ে গেছে। ভারতের কাছে হেরে যাওয়ার পর থেকেই বাবর আজমদের বিদায়ের শঙ্কা ছিলো। গত রাতে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের বিদায়ও নিশ্চিত হয়ে যায়।
ভারতের কাছে পাকিস্তান হারের পর থেকেই দলটিকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, তথা বিশ্ব ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান। হারের দায় পড়ছে সিনিয়লর ক্রিকেটার বাবর আজমের কাঁধে। ২৬ বলে ২৪ রান করে আউট হন দৃষ্টিকটুভাবে।
পাকিস্তানের সাবেকরা পুরো দলের যতটা সমালোচনা করছেন, বাবরের সমালোচনা করছেন তার চেয়েও বেশি। দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার একটু বেশিই সমালোচনা করলেন বাবরের। তিনি নিজ দেশের এই ক্রিকেটার জোচ্চর বলতেও ছাড়েননি।
শোয়েব আখতার বাবর আজমের সমালােচনা করে বলেন, ‘‘আসুন বিরাট কোহলিকের দিকে নজর দেওয়া যাক। কোহলির হিরো কে? শচীন টেন্ডুলকার। যার সেঞ্চুরির সংখ্যা ১০০। এখন কোহলি তার সেই ১০০ সেঞ্চুরি তাড়া করছে। শচীনের লিগ্যাসি তাড়া করছে। বাবর আজমের হিরো কে? টুক টুক (নির্দিষ্ট করে কারও নাম বলেননি)। তুমি ভুল হিরোকে বেছে নিয়েছ। তোমার চিন্তার প্রক্রিয়াটা ভুল। তুমি শুরু থেকেই একজন জোচ্চর। তুমি শুরু থেকেই ধরা খেয়েছ। আর সেটা এবার চ্যাম্পিয়নস ট্রফিতে পরিস্কার হয়ে গেল।’’
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শান্তনার ম্যাচটি খেলবে বৃহস্পতিবার। দুই দলেরই শেষ ম্যাচ এটি। দুই দল এক সঙ্গেই বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। বাংলাদেশ নিজেরা বাদ পড়েছে, সঙ্গী করেছে পাকিস্তানকেও। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের একটা সম্ভাবনা বেঁচে থাকতো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০