স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে সরিয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ভারতীয় ওপেনার শুবমান গিল। বড় লাফ দিয়েছেন তাঁর দুই সতীর্থ বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।
গত দুই বছরের বেশি সময় থেকে টানা ওয়ানডেতে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বাবর। চলতি বিশ্বকাপের শুরু থেকে পাকিস্তানি অধিনায়কের শীর্ষস্থান নিয়ে লড়াই ছিল গিলের। টুর্নামেন্টের প্রায় শেষভাগে এসে এক নম্বরে বসেছেন ভারতের তরুণ ওপেনার।
৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন গিল। পাকিস্তানের অধিনায়ক অবশ্য খুব একটা পিছিয়ে নেই। ৮২৪ পয়েন্ট নিয়ে গিলের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন বাবর। বিশ্বকাপে দারুণ ছন্দে থাকায় ৩য় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। বুধবার আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে চতুর্থ স্থানে আছেন কোহলি।
ওয়ানডেতে রেকর্ড সেঞ্চুরির মালিক কোহলির পর ৫ নাম্বারে আছেন ডেভিড ওয়ার্নার। আর ধারাবাহিক পারফর্মের সুবাদে ৬এ উঠে এসেছেন রোহিত শর্মা। এছাড়া আইয়ার ১৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে, ফখর জামান তিন ধাপ এগিয়ে ১২ নম্বরে ও আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান ছয় ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন। এদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৩২৭। গত সপ্তাহে তাঁর রেটিং পয়েন্ট ছিল ৩১৬। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ৮২ রান আর বল হাতে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। দুই ধাপ এগিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি আছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে। আর বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন মোহাম্মদ সিরাজ। গত সপ্তাহের র্যাঙ্কিংয়ে তিনি ছিলেন তালিকার তিনে। শীর্ষে ছিলেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। আর ২ নম্বরে ছিলেন জশ হ্যাজলউড।
সর্বশেষ দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে শীর্ষে উঠেছেন সিরাজ। ভারতীয় এই পেসারের রেটিং পয়েন্ট ৭০৯, বেড়েছে ৫৫ রেটিং পয়েন্ট। সেরা পাঁচে আছেন তিন স্পিনার। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ আছেন দুইয়ে। তিনে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা আর চারে আছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ৫ম স্থানে যৌথভাবে আছেন শাহিন আফ্রিদি এবং জশ হ্যাজেলউড। দুই ধাপ এগিয়েছেন মহারাজ। তাঁর রেটিং পয়েন্ট বেড়েছে ৪৩। বর্তমানে মহারাজের রেটিং পয়েন্ট ৬৯৪। তিন ধাপ এগিয়ে তালিকার আট নম্বরে আছেন সিরাজের সতীর্থ জাসপ্রীত বুমরাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post