স্পোর্টস ডেস্কঃ বায়ার্ন মিউনিখের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে টমাস টুখেলের। এরপর থেকেই নতুন কোচ খুঁজার মিশনে নেমেছিল ক্লাবটি। সেই কোচ পেতে ভালোই ভোগান্তি পোহাতে হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে সমস্যা সমাধান করতে পেরেছে বায়ার্ন, এমনটাই শোনা যাচ্ছে।
জার্মানি ও ব্রিটেনের গণমাধ্যম জানাচ্ছে, ভিনসেন্ট কোম্পানিকে কোচ করতে যাচ্ছে বায়ার্ন। বেলিজিয়ামের সাবেক তারকা ফুটবলারকে নিজেদের ডাগ আউটে নিয়ে আসছে বাভারিয়ানরা। ইংল্যান্ডের জনপ্রিয় দ্য গার্ডিয়ান, জার্মান শীর্ষ গণমাধ্যম বিল্ডসহ অনেক সংবাদমাধ্যম জানাচ্ছে বায়ার্নের সাথে চুক্তি করতে সম্মত হয়েছেন কোম্পানি।
কিছু দিন আগেই শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমে বার্নলির কোচ ছিলেন কোম্পানি। ৩৮ বছর বয়সী এই কোচের অধীনে অবশ্য প্রিমিয়ার লিগে জায়গা ধরে রাখতে পারেনি বেলজিয়াম। ১৯ নম্বরে থেকে আসর শেষ করায় দ্বিতীয় স্তরে অবনমন হয়ে গেছে বার্নলির। ইংলিশ চ্যাম্পিয়নশিপে চলে যাওয়া ক্লাবটির সাথে আগামী ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে কোম্পানির।
তবে সেই চুক্তি এবার দুই পক্ষের সমঝোতার মাধ্যমে শেষ হচ্ছে। বার্নলি কোম্পানিকে ছেড়ে দেওয়ার জন্য সম্মত হয়েছে। যদিও এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে। দুই ক্লাবের মধ্যে সেই ক্ষতিপূরণ নিয়েও আলোচনা চলছে। তাই বায়ার্ন মিউনিখে যোগ দিতে আর কোনো বাঁধা থাকছে না কোম্পানির। ম্যানচেস্টার সিটির সাবেক সফল অধিনায়কের আরও একটি ক্লাবের কোচিং অভিজ্ঞতা রয়েছে। আর সেটা হলো শৈশবের ক্লাব আন্ডারলেখটের কোচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post