নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে হারেনি খুলনা টাইগার্স। আজ শুক্রবার অপরাজিত দলটির মুখোমুখি হয়েছে চার ম্যাচে তিনবার হারা দুর্বার রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করেছে তারা। দুই ওপেনারের ভালো শুরুর পর শেষদিকে ইয়াসির আলী-রায়ান বার্ল-আকবর আলীরা লড়াকু পুঁজি এনে দেন রাজশাহীকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওপেনিং জুটিতে ৪৪ রান পায় রাজশাহী। তবে এরপরই ২৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার মোহাম্মদ হারিস ও ওয়ানডাউনে নামা এনামুল হক পরপর ফিরে যান। হারিস ২০ বলে ২৭ করলেও এনামুল দুই অঙ্ক ছুঁতে পারেননি। জিশান আলম ২২ বলে করলেন ২৩। এরপর ইয়াসির আলী ও রায়ান বার্লের ব্যাটে এগোতে থাকে রাজশাহীর রানের চাকা।
২৫ বলে ৪১ রান করে শেষ হয় ইয়াসির আলীর ইনিংস। শেষদিকে আকবর আলী ৩ চার ও এক ছয়ে খেলেন ৯ বলে ২১ রানের ক্যামিও। বার্ল অপরাজিত থাকেন ২৯ বলে ৪৮ রানে। ৭ চার ও ১ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। খুলনার হয়ে ৩ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নেন নাসুম আহমেদ। মোহাম্মদ নেওয়াজ, মেহেদী হাসান মিরাজ ও আবু হায়দার রনির শিকার ১টি করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০