স্পোর্টস ডেস্ক:: আর্থিক সঙ্কট কাটাতে জরুরী বৈঠকে বসেছেন বার্সেলোনার কর্মকর্তারা। দলের তরুণ খেলোয়াড়দের বিক্রি করে দিতে বৈঠকে আলোচনা করছেন লা লিগার চ্যাম্পিয়নরা। নতুন করে দল সাজাতে চাইছেন গাভি।
আর তাতেই বার্সা ছাড়তে হতে পারে তারুণ তারকা ফাতি, তোরেস, রাফিনহারা। সংবাদ মাধ্যম স্পোর্ত জানিয়েছেন, সভার উদ্দেশ্যে বার্সঅর ‘ক্লিনআউট’ অর্থাৎ আগামি ৩০ জুনের মধ্যে খেলোয়াড় বিক্রি সম্পন্ন করা এবং নতুন করে দল সাজানো।
ক্লাবটি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে চাহিদা মতো দামে এসব খেলোয়াড়দের বিক্রি করতে পারলে আরো দু’একজন খেলোয়াড়ও কিনতে পারবে তারা। তাই এমন সিদ্ধান্ত।
কাতালান জায়ান্টরা ক্লাবের সবচেয়ে তরুণ প্রতিভাবান ফুটবলার আনুস ফাতিকেই বিক্রি করে দিতে চাইছে। মেসির বিদায়ের পর ক্যাম্প ন্যুর ১০ নম্বর জার্সি পরা ওই ফুটবলার লা লিগা জয়েও বেশ অবাদন রেখেছেন। অ্যাস্টন ভিলা আগ্রহ দেখিয়েছে তাকে নিতে। তবে বার্সা শত দেবে, আবার কেনার ক্লজও।
এছাড়াও ফ্রেঙ্কিং ডিং জংয়ের বেতনের বোঝা থেকে বাঁচতে চাইছে বার্সা। ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি এই তারকাকে দলে নিতে আগ্রহী হয়েছে। ভালো দাম পেলে তাকেও ছাড়বে বার্সা।
ক্লাবের ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকেও বিক্রি করে দিতে চায় জাভির দল। আর্সেনাল ও নিউক্যাসল আগ্রহ দেখিয়েছে এই তারকাকে কিনতে। ফেরান তোরেসও আছেন বার্সার বিক্রির তালিকায়। পিএসজি ও ইন্টার মিলানের সঙ্গে তাকে নিয়ে দর কষাকষি করছে কাতালান ক্লাবটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post