স্পোর্টস ডেস্ক:: লা লিগায় উড়তে থাকা জিরোনায় এবার বিধ্বস্ত হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। চমক জাগানিয়া পারফরম্যান্স করা জিরোনা বার্সাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে।
পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে জিরোনা। যেভাবে লা লিগায় ছুটছে দলটি, লা লিগার স্বপ্ন পূরণের পথেই এগুচ্ছে। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জিরোনা।
১৬ ম্যাচে ১৩ জয়, দুই ‘ড্র’ ও এক হারে ৪১ পয়েন্ট নিয়ে টেবিল টপার জিরোনা। সমান ম্যাচে বার জয় তিন ‘ড্র’ ও এক হারে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে দশ জয় চার ‘ড্র’ ও দুই হারে ৩৪ পয়েন্ট নিয়ে চারেই আছে বার্সা।
ম্যাচের শুরুতেই জিরোনা লিড নেয়। ১২তম মিনিটে আর্তেম দভবিক লিড এনে দেন দলকে। ১-০’র এই লিড অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি জিরোনা। মিনিট সাতেক পরেই সমতায় ফেরে বার্সা। ১৯তম মিনিটে লেভানডফস্কির গোলে সমতায় ফেরে জাভির দল।
সমতায় থাকা ম্যাচে প্রথমার্ধের শেষ মূহুর্তে আবারো লিড নেয় জিরোনা। প্রথমার্ধের ৪০তম মিনিটে মিগেল গুতেরেস জিরোনাকে এগিয়ে দেন ২-১ ব্যবদানে। পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বার্সেলোনা ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে। একাধিক সুযোগও মিস করে দলটি। গোলের জন্য ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় অলিম্পিক স্টেডিয়ামের সমর্থকদের।
ম্যাচের ৮০তম মিনিটে ভালেরি ফের্নান্দেসের গোলে ব্যবধান বাড়ায় জিরোনা। এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ম্যাচের বাকী দু’টি গোল এসেছে যোগ করা সময়ে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অর্থাৎ ৯২তম মিনিটে লেভানডফস্কি ব্যবধান কমান। ৩-২ করেন স্কোর লাইন। তবে ম্যাচে ফেরা হয়নি বার্সার। চ্যাম্পিয়নদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন ক্রিস্তিয়ান স্তয়ানি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তার গোলে জিরোনার ৪-২ গোলের জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post