স্পোর্টস ডেস্কঃ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। বুধবার রিয়াল বেতিসকে হারিয়েছে তারা। বেতিসের মাঠে ২-১ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। গোল করেছেন রাফিনহা ও রবার্ত লেভানডফস্কি।
এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। কাতালান দলটি লিগে এখন পর্যন্ত ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে তাদের ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে কার্লো আনচেলত্তির দল। বার্সার সমান ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান বেতিসের।
গোলশূন্য প্রধামার্ধের পর দ্বিতীয়ার্ধে হয় ম্যাচে ৩ গোল। ম্যাচের ৬৫তম মিনিটে ডেডলক ভাঙেন রাফিনহা। আলেক্সান্দ্রো বালদের পাস থেকে সহজেই লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮০তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। রাফিনহার কর্নারে রোনালদ আরাহোর হেড পাসে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা লেভানডফস্কি।
ম্যাচের পর স্প্যানিশ এক গণমাধ্যমকে জাভি বললেন, পারফরম্যান্সের উন্নতি দেখে তিনি সন্তুষ্ট। জাভির বক্তব্য, ‘দুর্দান্ত এক ম্যাচ খেলেছি আমরা। বেটিসের কাছ থেকে বল কেড়ে নিতে পেরেছি আমরা, এই ম্যাচে যা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচের ফল নিয়ে যেমন আমি খুশি, তেমনি খুশি নিজেদের খেলার ধরনেরও। আমরা উন্নতি করেছি। মাঠে আমরা নিয়ন্ত্রণ করেছি। রক্ষণে আমরা আঁটসাঁট ছিলাম। দল হিসেবে ভালোভাবে জমাট হতে পেরেছি। এটিরই ফল মিলছে। মৌসুমের সেরা ম্যাচগুলির একটি খেলেছি আমরা। আমি খুবই সন্তুষ্ট।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post