স্পোর্টস ডেস্কঃ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার নতুন মৌসুমের শুরুটা হয় ভুলে যাওয়ার মতো। জিততে তো তারা পারেইনি, একই সঙ্গে কোচ জাভি হার্নান্দেজকেও দেখতে হয়েছে লাল কার্ড। গেতাফের মাঠে গোলশূন্য ড্র করেছে কাতালানরা। ২০১৯ সালের পর লা লিগায় এই প্রতিপক্ষের মাঠে জিততে ও গোল করতে পারেনি বার্সা। এই সময়ে তিনটি ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়, একটিতে হেরেছে তারা ১-০ গোলে।
এদিকে গেতাফে ম্যাচে লাল কার্ডের ঘটনায় এবার দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন বার্সা কোচ জাভি। শুধু তিনি নন, দলের ফরোয়ার্ড রাফিনহাকেও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্রাজিলিয়ান এই ফুটবলার সেই ম্যাচের ৪২ মিনিটে প্রতিপক্ষকে কনুইয়ের গুঁতো দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। নিষিদ্ধ হওয়ায় জাভি ও রাফিনহাকে কাদিজ-ভিয়ারিয়ালের বিপক্ষে পাচ্ছে না বার্সেলোনা।
নিষিদ্ধ হওয়া বার্সা কোচ পুরো ম্যাচেই রেফারি সিজার সোতোর সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। যার ধারণা পাওয়া গেছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও। রেফারিকে ধুয়ে দিয়ে জাভি বলেছিলেন, ‘রেফারিই সবকিছু এতটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে। এটাই সত্যি কথা। আমি তাকে বললাম যে, ‘আপনি খুব বেশি ফাউল ধরছেন’, এজন্য তিনি আমাকে মাঠ থেকে বের করে দিলেন! আমার লাল কার্ড কোনো ব্যাপার নয়, কঠিন একটি প্রতিপক্ষের সঙ্গে আমরা সম্ভব সবকিছুই চেষ্টা করেছি। কিন্তু মাত্র এক পয়েন্ট পেয়েছি, যা যথেষ্ট নয়। খুবই হতাশার এটি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post