নিজস্ব প্রতিবেদকঃ সাভারে হেমায়েতপুরে তেলবাহী একটি ট্যাংকার উল্টে আগুন লেগে আরও দুটি ট্রাক ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। এ সময় দুই জনের মৃত্যু ও সাতজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম।
ঘটনার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। যার কারণে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ দুই ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম। সকাল ৯টা থেকে মাঠে নামার কথা ছিল প্রাইম ব্যাংক-পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের। কিন্তু ম্যাচ দুটি মাঠে গড়ানোর আগেই স্থগিত করতে হয়েছে।সাভারে তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেনি কোনো দল। তাতে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।
এদিকে ডিপিএলের অন্য ম্যাচে আজ লড়ছে আবাহনী ও মোহামেডান। ফতুল্লায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি সময়মতোই শুরু হয়েছে। টসে জিতে ফিল্ডিং নেওয়া আবাহনী প্রথম এক ঘণ্টাতেই মোহামেডানের ৪ উইকেট তুলে নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোহামেডানের সংগ্রহ ৩৬ ওভারে ৬ উইকেটে ১১৬ রান। আগের পাঁচ ম্যাচেই ফিফটি পাওয়া মাহিদুল ইসলাম আজ ফিরে গেছেন মাত্র ৫ রান করেই। ফিফটির পথে আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আজও ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস। ওপেনার রনি তালুকদার ১০ রানের বেশি করতে পারেন নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post