স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ জয়ী বাংলাদেশের কিশোর ক্রিকেটাররা বিকেলে আসছেন দেশে। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে বিকেল ৪টায় তাদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকেরা ফুলেল সংবর্ধনায় বরণ করে নেবেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের। বিসিবির গাড়ীতে করে এরপর তাদের আনা হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।
রোববার দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব-আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে যুব এশিয়া কাপ জেতে বাংলাদেশ। ২০২০ সালে টাইগার যুবারা জিতেছিলো বিশ্বকাপ। এবার জুনিয়ররা জিতলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
যুবাদের সংবর্ধনার পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড। মঙ্গলবার মিরপুরে আনুষ্ঠানিক ভাবে ক্রিকেটারদের জানানো হবে সংবর্ধনা। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউছার সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার রিসিভশন প্রোগ্রামের পরিকল্পনা আছে বোর্ডের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post