স্পোর্টস ডেস্কঃ বুধবার ঢাকায় এসেছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছেন বার্সেলোনা, পিএসজি, এসি মিলানের সাবেক এই ফুটবলার। বিকেল পৌনে চারটায় ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে হোটেল রেডিসনে যান ব্রাজিলিয়ান এই তারকা।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে গণভবনের উদ্দেশে রওনা হবেন রোনালদিনহো। সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে ব্রাজিল কিংবদন্তির। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। গুঞ্জন রয়েছে, ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন রোনালদিনহোর সঙ্গে। তবে সেটি চূড়ান্ত নয়। এরপর পাঁচ তারকা হোটেলে সমর্থক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করে বৃহস্পতিবার ভোরেই ঢাকা ছাড়বেন তিনি।
গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন। মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন ভারতের স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনিই রোনালদিনহোকে ঢাকায় নিয়ে এসেছেন। এর আগে কলকাতায় ছিলেন রোনালদিনহো। সেখান থেকেই আজ বিকেলে তিনি ঢাকা আসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post